১৪ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আজ ২৭/০৮/২০২২-ইং রোজ শনিবার থেকে ভোটার তালিকা হালনাগাদ ছবি তোলার কর্ম পরিকল্পনা শুরু হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ ভূঁইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় তালায় সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলে।
এইসময় মোট ৯টা টেবিলে ১২৩৪ জনের ছবি তোলা ও ফিঙ্গার প্রিন্টের কাজ পরিচালনা করা হয়।
ছবি তোলা কার্যক্রমের সময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন মহোদয়।
সার্বিক সহযোগিতা করেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ মনিরুজ্জামান মনির পুরো কার্যক্রম সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১৪ নং ওয়ার্ড সচিব মোঃ ইমরান হোসেন জিসান ।
নতুন ভোটার হতে যা যা প্রয়োজন
* জন্ম সাল ০১/০১/২০০৭-ইং এর পূর্বে হতে হবে।
* অনলাইন জম্ম নিবন্ধনের ফটোকপি।
* পিতা/মাতার NID ফটোকপি।
* স্বামী/স্ত্রীর NID ফটোকপি।
* শিক্ষা সনদের ফটোকপি।
* রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট।
* হোল্ডিং টেক্স/বিদ্যুৎ বিলের ফটোকপি।
যেকোনো তথ্যের জন্য উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন
01819227504
01601647050
নাম্বারে কল দিতে পারেন