ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের উদ্যোগে “নবাগত সদস্য সম্মেলন- ২০২২” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ আগষ্ট) বিকেলে পাগলা বাজারস্থ বায়তুল ফালাহ মাদ্রাসা অডিটোরিয়ামে শাখা সভাপতি হাজী মুহাম্মাদ ওয়াসিমউদ্দিন এর সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আল আমিন এর সঞ্চালনায় এ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সেক্রেটারি আলহাজ্ব আমানউল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মাসুদুর রহমান।
প্রধান অতিথির আলহাজ্ব আমানউল্লাহ বলেন, স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দি অতিক্রান্ত হওয়ার পরও এ দেশের মানুষ তার কাঙ্খিত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য থেকে মুক্তির স্বাদ লাভ করতে পারেনি। ক্রমাগত দুর্নীতি আর নৈরাজ্য দেশকে এক ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে।
দেশের মানুষ এক অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, ধর্ষণ, গুম, খুন, দুর্নীতি এ দেশের একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই জনগণ এই সমস্যা থেকে মুক্তি চায়। দুর্নীতি ও দুঃশাসনের বেড়াজাল থেকে মুক্তি পেতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ একমাত্র ইসলামী শাসনব্যবস্থাই পারে যাবতীয় সমস্যাবলী থেকে জনগণকে মুক্তির পথ দেখাতে।
বিশেষ অতিথির মুহাম্মাদ মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, সংগঠনের সদস্যরা হচ্ছে এর মূল চালিকাশক্তি। পীর সাহেব চরমোনাই এর বলিষ্ঠ নেতৃত্ব, তাদের সততা এবং সদস্য, কর্মীদের নিরলস প্রচেষ্টার কারণে এই সংগঠনের কাজ সবার ধারণার চেয়েও অনেক দ্রুতগতিতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত চলে যাচ্ছে।
টেকসই উন্নয়নের জন্য চাই টেকসই সদস্য ও কর্মী। তাই সদস্যদের প্রতি আহবান থাকবে ব্যাপক পড়াশোনা ও কাজের মাধ্যমে নিজেদের মান বৃদ্ধি করা আর সর্বদা দাওয়াতি কাজ চলমান রাখা।
প্রোগ্রামে আরো বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়ন এর সভাপতি মুহাম্মাদ মাসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন কুতুবপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক হোসাইন মুহাম্মাদ মুন্না, ইসলামী শ্রমিক আন্দোলন কুতুবপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মাদ মাইনুদ্দিন খানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীলগণসহ আরো অনেকে। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।