১৪ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে আগামী ২৭/০৮/২০২২-ইং রোজ শনিবার থেকে ভোটার তালিকা হালনাগাদ ছবি তোলার কর্ম পরিকল্পনা শুরু হবে ৷
১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের উদ্যোগে নারায়ণগঞ্জ ভূঁইয়ারবাগ এলাকার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
নতুন ভোটার হতে যা যা প্রয়োজন
* জন্ম সাল ০১/০১/২০০৭-ইং এর পূর্বে হতে হবে।
* অনলাইন জম্ম নিবন্ধনের ফটোকপি।
* পিতা/মাতার NID ফটোকপি।
* স্বামী/স্ত্রীর NID ফটোকপি।
* শিক্ষা সনদের ফটোকপি।
* রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট।
* হোল্ডিং টেক্স/বিদ্যুৎ বিলের ফটোকপি।
যেকোনো তথ্যের জন্য উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন
01819227504
01601647050
নাম্বারে কল দিতে পারেন
b