1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
নিট গার্ডেন গার্মেন্টস শ্রমিকরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল - সকাল নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
তথ্য প্রযুক্তির যুগে সাক্ষরতা অর্জনে ডিজিটালাইজেশন অত্যাবশ্যক। – আনন্দধাম  মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ  ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান সোনারগাঁয়ে সাড়ে সাত’শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশে ই-সিগারেট উৎপাদনের পায়তারা সোনারগাঁয়ে ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান  দিলেন মাসুদুজ্জামান জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা

নিট গার্ডেন গার্মেন্টস শ্রমিকরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৯৭ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

ফতুল্লা তাগারপাড়ে অবস্থিত নিট গার্ডেন গার্মেন্টস শ্রমিকরা মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৫ আগষ্ট) বেলা ১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ ও শহরে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

 

নিট গার্ডেন শ্রমিক আলতাফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ,  বাসদ জেলা কমিটির সদস্য বেলায়েত হোসেন, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থাানার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী-পুলিশ লাইন শাখার সহসভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, রিকশা সংগ্রাম পরিষদের জেলার সমন্বয়ক মেহেদী হাসান, কারখানার শ্রমিক মুক্তার, জসীম, সবুজ, বাপ্পী, বিনা।

 

নেতৃবৃন্দ বলেন, নিট গার্ডেন গার্মেন্টসে ২০১৮ সালে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি আজও বাস্তবায়ন হয়নি। বর্তমান নিত্যপণ্যের উচ্চ মূল্যের সময়ে শ্রমিকরা তাদের মজুরি বৃদ্ধির জন্য কর্তৃপক্ষের সাথে কথা বললে এজিএম ইলিয়াস ও কম্পøায়েন্স ম্যানেজার রনি বহিরাগত সন্ত্রাসী ডেকে এনে শ্রমিকদের মারধর করে। শুধু তাই নয় শ্রমিকরা যাতে মজুরি বৃদ্ধি নিয়ে উ”চবাচ্য না করে তাই শ্রমিকদের নামে ফতুল্লা থানায় হয়রানিমূলক মামলা দায়ের করেছে। শ্রমিকরা একদিকে কম মজুরির কারণে অর্ধাহারে জীবনযাপন করছে তার উপর এখন মামলার ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে বাড়িঘরে থাকতে পারছে না।

 

নেতৃবৃন্দ আরও বলেন, নিট গার্ডেন কারখানাটিতে শ্রম আইন মানা হয় না। কারখানার সকল শ্রমিকদের নিয়োগপত্র পরিচয়পত্র দেয়া হয় না। নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সবেতন ছুটি দেয়া হয় না। শ্রমিকরা অর্জিত ছুটি পায় না। শ্রমিকরা অবসর নিলে, ছাঁটাই হলে আইনানুগ প্রাপ্য পাওনাদি পরিশোধ করা হয় না। এর উপর আছে অকথ্য গালিগালাজ, নির্যাতন। শ্রমিকরা কারখানায় তাদের বহুমুখী সংকট নিরসনে মালিক কর্তৃপক্ষের কাছে ১৭ দফা দাবি দিয়েছে।

 

এ সময় নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের নামে দায়েরকৃত ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারসহ ১৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL