1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
মানুষের অপরাধ প্রবনতার বিভিন্ন কারনের মধ্যে একটি প্রধান কারণ মাদকাসক্ততা - আনিচুর রহমান - সকাল নারায়ণগঞ্জ
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
ফিলিস্তিনের গনহত্যা বন্ধের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যেনগর ভাবনা’র নাসিক প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান আগামীকাল বিক্ষোভ মিছিল ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১  ৫০০ অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন রেজা রিপন মানবিক শরিফুল ইসলামকে ইফতার উপহার BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা  মহাতীর্থ লাঙ্গলবন্দ পূণ্যস্নানের প্রস্তুতিমূলক সভায় উত্তেজনা ও হাতাহাতি ২০ রমজানের মধ্যে পূর্ণ ঈদ বোনাস, সকল বকেয়া এবং মার্চ মাসের বেতন পরিশোধের দাবিতে সিদ্ধিরগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন ও মিছিল শীতলক্ষ্যায় অনিয়মের অভিযোগে ৬ নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা 

মানুষের অপরাধ প্রবনতার বিভিন্ন কারনের মধ্যে একটি প্রধান কারণ মাদকাসক্ততা – আনিচুর রহমান

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৭১ Time View
  • সকাল নারায়ণগঞ্জ

 

আনন্দধাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত “সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করনে  আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য” -শীর্ষক আলোচনা সভা ও আনন্দধামের শাখা আনন্দধাম মিড সিটির নতুন কমিটির পরিচিতি সভা গতকাল  স্থানীয় ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা।

 

আনন্দধামের  নির্বাহী চেয়ারম্যান হাসিনা রহমান সিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আনন্দধামের অতিরিক্ত চেয়ারম্যান মোঃ শাহ আলম,  আজিজুল ইসলাম বাবু, প্রধান সমন্বয়কারী বাবু রিপন ভাওয়াল, ভাইস চেয়ারম্যান মতিউর রহমান মুক্তি, সাংগঠনিক পরিচালক  এডভোকেট শেখ জসীম, আলহাজ্ব সোহেল প্রধান সহ আনন্দধামের কেন্দ্রীয় পরিচালকবৃন্দ্র।

 

আনন্দধামের মহাসচিব আলহাজ্ব আবদুল মান্নান মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও মসিউর রহমান শুভর সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দধামের পরিচালক এনামুল হক প্রিন্স, মোঃ অভি, খোকন গাজী, বাহাউদ্দীন শাহ, রহমতুল্লাহ, আসরাফুল ইসলাম রোমান, মোঃ সাহাদাত হোসেন  প্রমুখ।

 

অনুষ্ঠানে আলহাজ্ব সোহেল প্রধানকে সভাপতি ও মোঃ ওবায়দুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আনন্দধাম মিড  সিটি গঠন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্পুর্ন  সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত সম্ভব নয়। আমরা দেশের জনগনের নিরাপত্তা বিধানের জন্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। মানুষের অপরাধ প্রবনতার বিভিন্ন কারনের মধ্যে একটি প্রধান কারণ মাদকাসক্ততা।

 

তিনি আরও বলেন, আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের জনগনকে আহবান জানাই এই রাস্ট্র সমাজ ও সংসারকে বাচাতে মাদকতার বিরুদ্ধে গনপ্রতিরোধ গড়ে তুলুন, আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করুন। তাহলে দেখবেন দেশের অধিকাংশ আপরাদ কমে গেছে। আপনারা সমাজের রন্ধে  রন্ধে লুকায়িত যে অপরাদ হচ্ছে তার তথ্য আমাদেরকে দিন। আর আপনাদের এই সম্পৃক্ততাই আমাদের সুন্দর নিরাপদ সমাজ গঠনে মুল নিয়ামক হিসেবে আমি মনে করি।

 

সভার সভাপতি হাসিনা রহমান সিমু বলেন, আনন্দধাম সামাজিক নিরাপত্তা বিধানে জনসচেতনতা বৃদ্ধি কল্পে কাজ করে যাচ্ছে এবং সেই সাথে আমি এই আশাবাদ ব্যক্ত করতে চাই আনন্দধাম আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের মধ্যে সহযোগিতার সেতুবন্ধন হিসেবে নিজেদেরকে সম্পৃক্ত রাখবে।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL