গ্রেনেড হামলা নিহতদের স্বরণে সোনারগাঁয়ে আলোচনা সভা ও দোয়া ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শহীদের স্বরণে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২১ আগস্ট) সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শামসুল ইসলাম ভূঁইয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগন্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার মাকসুদ রহমান মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড আবু হাসনাত শহীদ বাদল ও প্রধান আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল কায়সার হাসনাত।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীযুবলীগের জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বীরু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল,নারায়ণগঞ্জ জেলা শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, জেলা স্বেচ্চাসেবকলীগ নেতা ও সাবেক নারায়ণগন্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্,সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল রশিদ মোল্লা, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির ভূঁইয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টের জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারকে হত্যা করে ক্ষেন্ত থাকেনি তারা ২০০৪ সালে ২১ শে আগষ্ট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য গ্রেনেড হামলা চালায়।নারায়ণগঞ্জ অনেক নেতৃবৃন্দও আইভি রহমানসহ ২৪ নেতা কর্মী শহিদ হন। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আর যারা এ ন্যাক্কারজনক কাজে লিপ্ত ছিলেন আমরা তাদের শাস্তি দাবি করছি।