শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পুজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আয়োজিত কৃষ্ণ পূজা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল থেকে সিদ্ধিরগঞ্জ নাসিক ১০নং ওয়ার্ডের হাজারীবাগ উত্তর জেলেপাড়া মন্দিরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ৮ টায় হাজারীবাগ উত্তর জেলেপাড়া আশ্রম হতে শতশত সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশুদের অংশ গ্রহনে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সিদ্ধিরগঞ্জের নাসিক ১০ নং ওয়ার্ডের হাজারীবাগ উত্তর জেলেপাড়া মন্দির হতে শুরু হয়ে লক্ষীনারায়ণ কটনমিল হরিসভা মন্দির, ইব্রাহিম টেক্সটাইল মিলস দুর্গা মন্দির প্রদক্ষিন করে গোদনাইল ২নং বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুনরায় হাজারীবাগ জেলেপাড়া মন্দিরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নারী পুরুষ ও শিশুরা বিভিন্ন ধর্মীয় সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ কীর্ত্তন করেন। বাংলাদেশ পুজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি শিশির ঘোষ অমর জানান, শোভাযাত্রায় নারী পুরুষ ও শিশুরা বিভিন্ন ধর্মীয় সাজে সজ্জিত হয়ে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ কীর্ত্তন করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের সার্বিক সহযোগীতায় আমরা শান্তিপুর্ন ভাবে শোভাযাত্রা সম্পুর্ন করতে পেরেছি। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার ৭টি মন্দিরে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে , সন্ধ্যায় পুজাঁ অর্চনাদি সহ রাত সাড়ে ১১ টা পর্যন্ত আমাদের আলোচনা সহ অনুষ্ঠান চলবে।
বাংলাদেশ পুজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি শিশির ঘোষ অমর এর সভাপতিত্বে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথির উপর আলোচনায় অংশ নেন, বাংলাদেশ পুজাঁ উদযাপন পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধানর সম্পাদক খোকন চন্দ্র , বাসুদেব, নারয়ণ চন্দ্র দেব, রতন চন্দ্র দেব সহ প্রমুখ।