জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে চাল বিতরণ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান। বুধবার (১৭ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় কুতুবপুরের দেলপাড়া খেলার মাঠ এলাকায় কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর উদ্যোগে এ চাল বিতরণ করা হয়।
এসময় শামীম ওসমান বলেন, আমরা বিশ্বাস করি মানুষের জীবনের কোন স্থায়ীত্ব নাই সবাইকে মরতে হবে। ওই ভাবেই কাজ করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে খুশি হোন। এটা নির্বাচনের জন্য না। আমি চাই আপনাদের উন্নয়ন ও ভালোর জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে।
তিনি আরো বলেন, আপনারা প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ আমি যদি ভালো থাকি আমরা আগামী কয়েকদিনের মধ্যে সম্মেলন ডাকছি। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সরকারের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র চলছে তা আমরা বলবো। তারপর আমরা মাঠে নামবো। আমরা প্রত্যেক এলাকায় এলাকায় যাবো। রাস্তাঘাট, স্কুল ও কলেজে র্যালি হবে। কিভাবে নারায়ণগঞ্জে যানজট, চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যূ ও দখলদারদের থেকে মুক্ত করা যায় এবং রাস্তাঘাট ভাঙ্গনের মুখে পড়তে না হয়। আমি একা শামীম ওসমান পারবো না, সে কাজটা করতে হলে ভালো মানুষ দরকার। তাই আপনাদেরকেও আমার সাথে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মানিক চাঁন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা পরিষদের সদস্য মোস্তফা কামাল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সদস্য মোবারক হোসেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল, মোঃ মিন্টু ও মোঃ মিলন মাতবর প্রমূখ।