সকাল নারায়ানগঞ্জঃ সোনারগাঁয়ের চরগোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা রূপগঞ্জের হাটাব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-০ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছেলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম নাসির, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল প্রমুখ।