১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ রাজনীতির শিক্ষাগুরু এম.পি শামীম ওসমানের নির্দেশনায় কাশিপুর ইউপির বর্তমান চেয়ারম্যান এবং ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল সাহেবের উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের শেখ শিল্পী বেগমের আয়োজনে দোয়া ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার ১৫ই আগস্ট সকাল ১০ টার দিকে নারায়ণগঞ্জের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শেখ মুজিবের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও গরিবদের মাঝে ৪ ডেক খিচুরি বিতরন করেন।
এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয় এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন, ভোলাইল এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গ।