সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় শুরু হয়ে দুপুর আড়াই টায় শেষ হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলার আয়োজনে শহরের ২ নং রেল গেইট সংলগ্ন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি.এম আরাফাত।
তাহের উদ্দিন সানির সভাপতত্বে অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আশরাফুল ইসলাম, শফিউল আলম বাবু, মোঃ ইথুন ইসলাম, মাহমুদুল হাসান, ইকবাল মাহমুদ, কামাল উদ্দিন, ইমরান কাউছাড়, সুমন,সাগর, রাসেল শিকদার, লিয়ন, হাসান, রুবেল সহ প্রমূখ।