নারায়ণগঞ্জের খানপুর এলাকার কৃতি সন্তান ও গন্যমান্য ব্যাক্তি মোঃ বাদল সাহেবের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বাদ জোহর খানপুর চিল্ড্রেন পার্কে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন খানপুর লাল মসজিদের ইমাম সাহেব।
এ সময় জানাজায় অংশগ্রহন করেন আওয়ামী লীগ নেতা শামসুজ্জামানভাসানী,জয়নাল মেম্বার,১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু,সামাল সর্দার,খান মাসুদ,আক্তার নুর,খানপুরের নবী হোসেন, ও দোলন সহ রাজনৈতিক দলের নেতারাসহ এলাকার গন্যমান্য মুরুব্বিরা এবং সর্বস্তরের জনগন উক্ত জানাজায় উপস্থিত ছিলেন।
পরে তার লাশ মাসদাইর কবরস্থানে দাফন শেষে তার আত্মার মাগফেরাত করে মোনাজাত করা হয়।