নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সবুজ মাহমুদ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় নারায়ণগঞ্জক জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার)।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২১ উপলক্ষে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক আয়োজিত “মুজিববর্ষ” শীর্ষক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি এ গৌরব অর্জন করেন।
৮ আগস্ট, ২০২২ খ্রি. তারিখ রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ পুলিশ প্রধান মাননীয় আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয় তাঁকে পুরস্কার স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।