নারায়ণগঞ্জ শহরের ৫ নং মাছ ঘাটে বিআইডব্লিউটির মত সরকারী জায়গায় প্রাকাশ্যই চলছে বড় শাহজাহানের জুয়ার আসর।
সাংবাদিকরা ছবি তুলতে গেলেই কিছু জুয়ারিরা সাংবাদিক দের ডাক দিয়ে বলেন, এই দিকে আসেন ছবি তুলতে হবে না, বুঝি কের লাইগা আইছেন। অনেক সাংবাদিকই তো আসে ছবি তুলে দিয়া দেই চইল্লা যায়, আপনাদেরকেও দিবো সমস্যা নাই। আমরা তো সব সময়ই এইখানে খেলি।
থানা পুলিশ সাংবাদিক সবাই তো জানে।
গতকাল সোমবার বিকেলে শহরের রেল স্টেশনের পিছনে বিআইডব্লিউটিএর সামনে মাছ ঘাট এলাকা জুয়া খেলার ছবি তুলতে গেলে জুয়ারী শাহজাহানের লোকজন সাংবাদিকদেরকে এই ভাবেই কথা গুলো বলেন। তারপর সাংবাদিকদের কাছে ছুটে আসেন জুয়ারী বড় শাহজাহানের নেতৃত্বে দায়িত্বে থাকা ক্যাশিয়ার মাসুম।
তারা এসে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন। এক পর্যায়ে মাসুম বলেন নেন কথা বলেন, কার সাথে কথা বলব জানতে চাইলে বলে যে শাহজাহান ভাই। আপনাদের সাথে কথা বলবে।
সাংবাদিক কথা বলতে অনিহা প্রকাশ করলে বলে ঠিক আছে আপনারা যান গা অফিসের সাথে যোগাযোগ করবো।
এই হচ্ছে ৫নং মাছ ঘাটের জুয়ার সম্রাট বড় শাহজাহানের কর্মকান্ড।