নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাট এলাকায় বিআইডব্লিউটির মত জায়গায় চলছে বড় শাহজাহান ও ছোট শাহজাহানের জমজমাট জুয়ার আসর।
বড় শাহজাহান ও ছোট শাহজাহানের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগও রয়েছে।
বড় শাহজাহানের জুয়ার আসরে ম্যানেজার এবং ক্যাশিয়ার হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিএনপির নাম ভাঙিয়ে চলা মাসুম নামের এক ব্যাক্তি।
ছোট শাহজাহান আবারও ৫নং টার্মিনাল ঘাটে জুয়ার বোর্ড চালাচ্ছে।
শাহজাহান ৫নং টার্মিনাল ঘাটে ২জন, রেললাইনে ২জন, কালিরবাজার ২জন এসব জায়গায় ইনফর্মা হিসেবে বেতনে অভিযুক্ত করে রেখেছে।
যদি প্রশাসন অভিযানে ঢুকে যেন আগেই খবর পেয়ে পালিয়ে যেতে পারে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবী প্রশাসন গোপনে তদন্ত করে জুয়ারি ছোট শাহজাহানকে আইনের আওতায় আনা হোক।
নারায়ণগঞ্জ হাইস্কুল থেকে শুরু করে ১নং রেল গেইট, মীর জুমলা রোড ও ১নং রেল গেইট এর পিছনের বস্তিতে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়ে একটি ভুয়া মিটার বসিয়ে বিদ্যুৎ এর লাইন টাকা নিচ্ছে বড় শাহজাহান ও ছোট শাহজাহান।
এছাড়াও তাদের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির মামলাও রয়েছে র্যাব-১১ এর কাছে।
অনেক ভুক্তভোগীরা জানান, বড় শাহজাহান ও ছোট শাহজাহান বিদ্যুৎ চুরি করে অবৈধভাবে বিদ্যুতের সংযোগ দেয় ও ভুয়া মিটার বসিয়ে বিদ্যুৎ এর বিল বেশি করে টাকা নেয়।