১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও গরীব ভোজ এর প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে বুধবার (৩ আগস্ট) রাত ৯ টায় বন্দর খানবাড়িস্থ খান মাসুদের নিজ কার্যালয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেশ বিরোধী সকল ষড়যন্ত্রকারীদের ম্যাসেজ দিতে ১৫ আগস্ট সফলভাবে পালন করার লক্ষ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন, যুবলীগ নেতা খান মাসুদ।
এসময় আলোচনা করেন, বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ কমিটির আহবায়ক মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান, উজ্জ্বল আহমেদ, হোসেন প্রধান, আরিফুল ইসলাম হিরা, আজিজুল হক আজিজ, হোসেন পাটোয়ারী, লাভলু প্রধান, রনি প্রধান, জিয়াবুর, সজল, ইকবাল হোসেন, মোঃ শামীম,জুয়েল ঘোষ,কামরুল হাসান প্রমুখ।