নারায়ণগঞ্জ শহরের ৫ নং মাছ ঘাট এলাকায় রেল-ফাড়ি,নৌ-ফাড়ি এবং সদর থানার কয়েক গজ দূরে বিআইডব্লিটির জায়গায় বসছে বড় শাহজাহানের জমজমাট জুয়ার আসর।
২রা আগস্ট রাত ১২ টার দিকে সদর থানার সাব ইন্সপেক্টর ও এসআই পাভেলের তত্ত্বাবধানে পুলিশের দুটি টিম জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন।
পরে জুয়ারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দৌড়িয়ে পালানোর জন্য কাওকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
পুলিশ,র্যাব,ডিবির এত অভিযান পরিচালনা করার পরেও কিভাবে চলছে বড় শাহজাহান ও ছোট শাহজাহানের বিআইডব্লিউটির মত জায়গায় এই জুয়ার আসর।
জানা যায় কিছু রাজনৈতিক ব্যাক্তি বর্গের ছত্রছায়ায় চলছে এই জুয়ার আসর।
বড় শাহজাহান ও ছোট শাহজাহান কিছুদিন আগে জোয়ার আসর,মাদক,বিদ্যুৎ চুরি সহ একাধিক মামলায় জেল ও খেটেছেন।