নাসিকের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন করতে আসেন বৃটিশ হাইকমিশনার।
২রা আগস্ট সকাল ১০ টার দিকে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু বৃটিশ হাইকমিশনার কে ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান।
এই সময় ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসেম শকু সকাল নারায়ণগঞ্জ কে জানান, আমরা গত বছরের নভেম্বর থেকে এই প্রজেক্টটা শুরু করেছি। আমাদের মাননীয় মেয়র সেলিনা হায়াৎ আইভী পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রজেক্ট আমাদের ওয়ার্ডে দিয়েছেন। আমারা এই পর্যন্ত ৭টন যেই পলিথিন গুলো রাস্তায় পড়ে থাকে যেগুলো সচরাচর কেও নেয় না আমরা সেইগুলো কালেক্ট করেছি। এই কাজটা করা হয়ে থেকে ইউনিলিভারের মাধ্যমে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা কেজি হিসেবে ১১ টাকা এবং রঙিন পলিথিন ১০ টাকা হিসেবে পেয়ে থাকেন। পরিচ্ছনতা কর্মীরা বিভিন্ন পরিত্যাক্ত জায়গা থেকে এই পলিথিন জোগাড় করে এটা কে সেপারেট করে।এই কার্যক্রমটা পরিদর্শনের জন্য ১২ নং ওয়ার্ডে বৃটিশ হাইকমিশনার ও ইউনিলিভারের সিও মেয়র মহোদয়ের অনুরোধে আমার ওয়ার্ডে আসেন।
মাত্র ৭ মাসে ৭টন পলিথিন কালেক্ট করাতে তিনি অসংখ্য প্রশংসা করেছেন। বৃটিশ হাইকমিশনার লোকবল আরো বাড়ানোর জন্য ইউনিলিভার কে জানিয়েছেন।
কাউন্সিলর শওকত হাসেম শকু আরো বলেন, বাংলাদেশকে পরিবেশ দূষন থেকে বাচাতে হলে এর কোন বিকল্প নেই। ১২নং ওয়ার্ডবাসী যদি ময়লা পলিথিন গুলো রাস্তায় না ফেলে জমিয়ে রেখে যানান তাহলে তারা লোক পাঠিয়ে সেগুলো কালেক্ট করবেন।