সকাল নারায়ানগঞ্জঃ রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের বিচার দাবি করে ক্যাম্পাসে মানববন্ধন করছে ফেসবুক গ্রুপ স্টপ রেপ ক্যাম্পিং।
মঙ্গলবার(০৭ জানুয়ারি) সকালে চাষাড়া শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আজকে দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি জায়গায় নারীদের অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। কিন্তু আজকে নারীরা পরিপূর্ণ নিরাপত্তা পাচ্ছে না।
নিরাপত্তা না থাকায় নারীরা তাদের জায়গা থেকে বের হয়ে আসতে পারছে না। যারাও বের হয়ে আসছে তারাও হচ্ছে যৌন হয়রানি কিংবা ধর্ষণের শিকার। আজকে শুধু ঢাবির ছাত্রী ধর্ষিত হচ্ছে তা কিন্তু না, আজকে সারাদেশ ধর্ষণের দেশে পরিণত হয়েছে।দিন দিন তা দানবীয় আকার ধারণ করছে । যার জন্যে দেশের উন্নয়নে চরম বাধা হয়ে দাড়িয়েছে ধর্ষণ। বাংলাদেশ নারীশাসিত দেশ হয়েও ধর্ষণের বিচার আজকে আমরা পাচ্ছি না বললেই চলে। অপরাধের বিচার হলেও তার রায় কার্যকর হতেও সময় লেগে যাচ্ছে অনেক। তারিখের পর তারিখ ঘুরলেও রায় কার্যকর হচ্ছে না।যদি ধর্ষণের পরিপূর্ণ বিচার হত তাহলে আজকে ধর্ষণ হত না। বক্তারা আরো বলেন, আর কত নারী ধর্ষিত হলে আমাদের বিবেক জাগবে। আজকে এ ঘটনার ধিক্কার জানাই আমরা। আজকে দেশে প্রতিটি অপরাধের পর প্রধানমন্ত্রীর থেকে কোনো নির্দেশনা না আসলে প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারে না। যে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, সচেতন হতে হবে।সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আসামিকে দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি দিতে হবে। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। তার কাছে আমাদের বিনীত অনুরোধ ধর্ষকদের প্রকাশ্যে ফাসি দেয়া হোক। তাহলে এ ধরনের ঘটনা আমাদের দেখতে হবে না আর।
এসময় উপস্থিত ছিলেন, স্টপ রেপ ক্যাম্পিং’র এডমিন উম্মে সালমা জান্নাত, উম্মে হাবিবা আলভি, সাবিকুন কেয়া। আরো উপস্থিত ছিলেন, মাহমুদ, কৌশিক, কালাম, সেলিম, মামুন সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।