সরকার যেখানে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যস্ত সেখানে সিদ্ধিরগঞ্জ সানারপাড় এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চলছে মেলা।
সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় অবৈধ ভাবে মেলা বসানো হয়েছে। সরেজমিনে দেখা গেছে সড়কের পাশের একটি খালি জায়গায় প্রায় ১২ টি দোকান ঘর করে মেলা বসানো হয়েছে। তবে পুলিশের জানান, এই মেলার কোন অনুমোদন নেই।
এটি অবৈধভাবে বসানো হয়েছে।
জানা যায় এই মেলার সর্দার হচ্ছেন নুর ইসলাম ও মিঠু।তারা শহরের বিভিন্ন স্থানে বিদ্যুৎ চুরি করে অবৈধ মেলা বসান। কিছু প্রভাবশালী ব্যাক্তিবর্গকে কিছু মাসোয়ারা দেয়ার বিনিময়ে
মেলার মিষ্টি দোকানী বলেন, কয়েকদিন যাবত মেলা শুরু হয়েছে। এই মেলা চলবে পুরো এক মাস জুড়ে।
খেলনা দোকানি জানান, প্রতিদিন দোকান ভাড়া ও বাতি বাবদ ৩০০ টাকা করে দিচ্ছি মেলার আয়োজকদের। এলাকাবাসির অভিযোগ, অবৈধ ভাবে এলাকার ভেতরে মেলা বসানো হয়েছে। মেলায় আগতদের কোন নিরাপত্তা নেই। মেলা বিষয়ে প্রশাসনের ব্যবস্থা নেয়া দরকার বলে তারা দাবি করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি তদন্ত জানান, পুলিশের কাছে এই মেলার কোন অনুমোদন নেই। মেলার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।