নারায়ণগঞ্জ শহরের ৫ নং মাছ ঘাট এলাকায় দিনে দুপুরে বিদুৎ চুরি করে বসছে বড় শাহজাহানের জমজমাট জুয়ার আসর।
রেল-ফাড়ি,নৌ-ফাড়ি এবং সদর থানার কয়েক গজ দূরে বিআইডব্লিটর মত সরকারী জায়গায় কিভাবে এই জুয়ার আসর বছরের পর বছর চলে আসছে তা কারো জানা নেই।
বড় শাহজাহান এর আগে বিভিন্ন মামলায় র্যাব,ডিবি ও পুলিশের হাতে আটক হলেও কিছুদিন যেতে না যেতেই আবার জামিনে বের হয়ে চালাচ্ছে জুয়ার আসর।
জুয়ার আসরে পুলিশ হামলা দিলেও তাৎক্ষনিক সেখান থেকে সবাই পালিয়ে গেলেও কিছুক্ষন বড় শাহজাহান পুলিশ প্রশাসন কে মেনেজ করে আবার চালু করে এই জমজমাট জুয়ার আসর।
জানা যায় কিছু প্রভাবশালী ব্যাক্তির ছত্রছায়ায় বড় শাহজাহান এই আসর পরিচালনা করে থাকেন বিনিময়ে অই প্রভাবশালী ব্যাক্তি বর্গকে মাস শেষে কিছু মাসোয়ারা দিয়ে থাকেন।
সরকার যেখানে দেশে বিদুৎ সাশ্রয় করার জন্য উঠে পড়ে লেগেছেন সেখানে বড় শাহজাহান কিভাবে বিদ্যুৎ চুরি করে জোয়ার আসর চালাচ্ছেন।পূর্বেও বড় শাহজাহান বিদ্যুৎ চুরির মামলায় জেল খেটেছেন।