1. sokalnarayanganj@gmail.com : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. skriaz30@gmail.com : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
গন মানুষের নেতা নাসিম ওসমানের জন্মদিন উপলক্ষে সকাল নারায়ণগঞ্জ পরিবারের শ্রদ্ধা - সকাল নারায়ণগঞ্জ
শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সমাজকর্মীদের মিলনমেলা গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র উদ্যোগে না’গঞ্জে বিক্ষোভ মিছিল হাইকোর্ট থেক্র জামিনে মুক্তি পেলেন দেলোয়ার চেয়ারম্যান দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে দিলশাদ আফরিনকে বহিষ্কার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ‘ওয়ার্ল্ড স্ট্রাইক’ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে মহানগর বিএনপির বিক্ষোভ ৪৮টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু নারায়ণগঞ্জে MyGov platform এর উদ্বোধন  পানাম সিটি পরিদর্শনে দক্ষিণ কোরিয়ার ২৫ সদস্যের প্রতিনিধি দল  বন্দরে পরিত্যক্ত অবস্থায় ম্যাগাজিনসহ  বিদেশী পিস্তল উদ্ধার  না:গঞ্জ জেলা কারাগারের সামনের পুকুর থেকে অজ্ঞাত ১ কিশোরের লাশ উদ্ধার

গন মানুষের নেতা নাসিম ওসমানের জন্মদিন উপলক্ষে সকাল নারায়ণগঞ্জ পরিবারের শ্রদ্ধা

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১৯৬ Time View
  • সকাল নারায়নগঞ্জ

 

নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির (জাপা) সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের জন্মদিনে শ্রদ্ধার সাথে স্মরণ করেন সকাল নারায়নগঞ্জের নিউজ পোর্টাল।

 

সকাল নারায়নগঞ্জের (প্রকাশক ও সম্পাদক) ছায়ানুর তালুকদার এবং (উপদেষ্টা মন্ডলির সভাপতি) জামাল তালুকদার বলেন প্রয়াত সাংসদ নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ ব্যাসীর জন্য অহংকার তাকে ভুলবার নয়, মুক্তিযুদ্ধের সময় থেকে রাজনীতির অঙ্গনে তার ভূমিকা ছিল দেখার মত। নারায়ণগঞ্জ বাসী ওনার মায়া কখনো ছাড়তে পারেনি তাই আজ তার  জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

 

১৯৫৩ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন শামসুজ্জোহা দম্পতির প্রথম সন্তান।

 

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ শুরু হলে তখন নাসিম ওসমান পালিয়ে ভারতে চলে যান। সেখানে তিনি গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরে এসে যুদ্ধ করেন।

 

১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে পরিবারের সকলের সাথে হত্যা করা হয়। তার আগের দিন ১৪ আগস্ট তিনি পারভীন ওসমানকে বিয়ে করেন। বিয়েতে শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামাল উপস্থিত ছিলেন। ১৫ আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হলে নাসিম ওসমান নবপত্নীকে ফেলে হত্যার প্রতিশোধ নিতে চলে যান। তিনি ঢাকায় প্রতিরোধ গড়ার চেষ্টা করে ব্যর্থ হন। এরপর তিনি আবার ভারতে চলে যান এবং সেখানে সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। তৎকালীন কাদের বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

 

নাসিম ওসমান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। নাসিম ওসমান প্রথমে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার বাবা এ কে এম শামসুজ্জোহা ছিলেন প্রখ্যাত আওয়ামী লীগ নেতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম সহচর। পরবর্তীতে নাসিম ওসমান বাংলাদেশ জাতীয় পার্টির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী হয়ে পড়েন। তিনি ৪ বার বাংলাদেশ জাতীয় পার্টির হয়ে বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন, যথাক্রমে ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ ও ২০১৪ সালে

 

নাসিম ওসমানের বাবা এ কে এম শামসুজ্জোহা ছিলেন প্রখ্যাত আওয়ামী লীগ নেতা ও প্রতিষ্ঠাকালীন সদস্য। তিনি ১৯৭০ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আবার ১৯৭৩ সালে তিনি একই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। নাসিম ওসমানের ছোট ভাই শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য। তার মেঝো ভাই সেলিম ওসমান তার মৃত্যুর পর সাংসদ নির্বাচিত হন।নাসিম ওসমানের স্ত্রীর নাম পারভিন ওসমান। এই দম্পতির এক ছেলে ও দুই কন্যা আছে (আজমেরি ওসমান,  আইরিন ওসমান ও আফরিন ওসমান)।

 

২০১৪ সালের ১৮ এপ্রিল চিকিৎসার জন্য নাসিম ওসমানকে ভারতে নিয়ে যাওয়া হয়। দিল্লিতে চিকিৎসা নেওয়ার পর তিনি দেরাদুন যান। সেখানে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে আকস্মিক হৃদরোগে

আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি ৩০ এপ্রিল, ২০১৪ সালে মারা যান।

 

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL