প্রভাব বিস্তার ও মাদক স্পটের টাকা উত্তোলনকে কেন্দ্র করে ফতুল্লার ইসদাইর রাবেয়া স্কুলের পশ্চিম পার্শ্বে রেললাইন এলাকায় শামীম বাহিনীর প্রধান শামীম (৩০)কে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে নারায়নগঞ্জ আদালত প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে নিহতের স্বজনেরা।
রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে দশটায় নিহত শামীমের স্বজনেরা আদালতের ভিতরে এবং বাইরে বিক্ষোভ মিছিল করে।
হত্যাকারীদের ফাসি চাই,ফাসি চাই,রাজ্জাক-জসিমের ফাসি চাই চাই, হত্যাকারীদের আস্তানা নারায়নগঞ্জে রাখবোনা শ্লোগানে তারা বিক্ষোভ মিছিল করে। পরে তারা আদালতের বাইরে গেইটের সামনে মানববন্ধন করেন।
উল্লেখ্য যে, মাদক স্পটের টাকা আদায়কে কেন্দ্র করে চলতি বছরের ৬ মার্চ দুপুরে ফতুল্লার ইসদাইর রাবেয়া উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে নতুন রাস্তায় প্রকাশ্য দিবালোকে হাতুড়ি পেটা করে ও কুপিয়ে হত্যা করে শামীম বাহিনীর প্রধান শামীম কে।
ঘটনায় নিহত শামীমের স্ত্রী শর্মী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামীরা হলো- রাজ্জাক বাহিনী প্রধান রাজ্জাক (৪২), আলী ওরফে ডাকাত আলী (৪৫), রাজ্জাকের দুই পুত্র জসিম (২২), অসিম (১৯), ফরিদ (৪০), আলম (৩০), রায়হান (৩২), জাকির (৩৫), জামান (৪০), আল-আমিন (২৮), শান্ত (২০)সহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দাযের করে।
ঘটনার পর পর পুলিশ ঘটনার মূলহোতাল রাজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাকের ছেলে অসীম ও আলী ওরফে ডাকাত আলীকে আটক করে। পরে ফতুল্লার দাপা ইদ্রাকপুর থেকে এাজাহারনামীয় আসামী আলামীন কে গ্রেফতার করে। পরবর্তী সময়ে পুলিশ মামলার এজাহারনামীয় অপর দুই আসামী আলামিন ও ফরিদ কে গ্রেফতার করে পুলিশ। সর্বশেষ পুলিশ ফতুল্লার পাগলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ২৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে শামীম হত্যা মামলার প্রধান আসামী মূল হোতা রাজ্জাক কে গ্রেফতার করে দশ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে এক আসামী আলী ওরফে ডাকাত আলী আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছে।