সকাল নারায়ানগঞ্জঃ ভ্রাম্মমান আদালতের অভিযানে নারায়ণগঞ্জে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুই বেকারিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় এবং সানজিদা আক্তারের নেতৃত্বে নিতাইগঞ্জ এলাকার মেসার্স মুন্নী বেকারী ও লিমন ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাবেরী রায় জানায়, প্রতিষ্ঠান দুইটি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট, রুটিসহ নানা খাদ্যদ্রব্য তৈরি করে বাজারজাত করে আসছিলো। সোমবার দুপুরে ওই দুটি বেকারিতে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে মুন্নী বেকারিকে এক লক্ষ এবং লিমন ফুড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে নারায়ণগঞ্জ সদরের নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানেটারি ইন্সপেক্টর মো. শাহজাহান উপস্থিত ছিলেন।