নারায়নগঞ্জে জুয়ার বোর্ড চালায় নারায়নগঞ্জ বাস টার্মিনালের একসময়ের ড্রাইভার বড় শাহজাহান ওরফে মদদী শাহজাহান। তার সহযোগী ছোট শাহজাহান ওরফে বিদ্যুৎ চোর শাহজাহান ওরফে টোকাই শাহজাহান। এরা থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাসস্ট্যান্ড এলাকায় কিছু মদখোর নেতাদের ম্যানেজ করে মাসের পর মাস বছরের পর বছর জুয়ার আসর চালিয়ে এই দুই শাহজাহান এখন শহরের নদীর ওপারে অনেক জমিজমার মালিক।
মজার তথ্য হচ্ছে জুয়ার আসরে র্যাব, পুলিশ, ডিবি পুলিশ হানা দিয়ে বা অভিযান চালিয়ে জুয়াড়ি গ্রেফতার করে জুয়াখেলার ব্যবহৃত তাস এবং নগদ টাকা উদ্ধার করে জুয়াড়িদের বিরুদ্ধে মামলা হয় কোর্টে পাঠানো হয় আসামিদের কোমরে দড়ি দিয়ে বেঁধে। কিন্তু গ্রেফতার হয়না জুয়ার বোর্ডের যারা মালিক সেই কুখ্যাত জুয়ারু বড় শাহজাহান আর ছোট শাহজাহান।
জুয়ার বোর্ড, চুরি-ছিনতাই থেকে শুরু করে বিভিন্ন অপকর্ম ও বিভিন্ন চক্রের সাথে জড়িত এই ছোট শাহজাহান।
বিদ্যুৎের লাইন চুরি, অবৈধ গ্যাস আরও অনেক অপকর্মের সাথে জড়িত এই ছোট শাহজাহান। এইসব অপকর্ম করে বাড়ি গাড়ির মালিক হয়ে গেছেন এই ছোট শাহজাহান।
নারায়ণগঞ্জ ৫নং টার্মিনাল ঘাট বাস স্ট্যান্ডে জুয়ার আসর বসান ছোট শাহজাহান। বড় শাহজাহান গ্রেফতার হলেও এই ছোট শাহজাহান ছিলেন ধরা ছোয়ার বাইরে।