আড়াইহাজার থানায় ব্রহ্মপুত্র ভবনের শুভ উদ্বোধন করলেন পুলিশ সুপার নারায়ণগঞ্জ
অদ্য ৩০ জুলাই, ২০২২ তারিখ দুপুরে আড়াইহাজার থানায় নবনির্মিত অফিসার ফোর্সের ব্যারাক “ব্রহ্মপুত্র ভবন” উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম(বার) এ ব্যারাকের শুভ উদ্বোধন করেন।
অফিসার ইনচার্জ, আড়াইহাজার থানা জনাব আজিজুল হক হাওলাদার এর বাস্তবায়নে এ ব্যারাক উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ “সি” সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আবির হোসেন।
এসময় আড়াইহাজার থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।