নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় পলিথিন কারখানা সহ আশেপাশের ৬/৭টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর ৪টায় ফতুল্লার মধ্য ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকার চিশতিয়া মার্কেটের পিছনে সুমনের পলিথিন কারখানা থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের একটি টিম দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে।
এ ঘটনায় ‘আপন মেটাল ফ্যাক্টরী এন্ড ওয়ার্কশপ’ নামে একটি প্রতিষ্ঠান সহ ৬/৭টি দোকানে ব্যাপক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলাকাবাসী জানান, এই এলাকা (ঢালীপাড়া) গণবসতিপূর্ণ। এর মাঝখানে একটি পলিথিন কারখানা মানে কয়েক হাজার মানুষের জন্য ঝুকিপূর্ণ। সুমনের পলিথিন কারখানা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্থ ‘আপন মেটাল ফ্যাক্টরী এন্ড ওয়ার্কশপ’ এর মালিক কবির হোসেন জানান, আমার কারখানা বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক তার ও সার্কিট ব্রেকার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রিক সরঞ্জামাদি বিক্রি করা হয়। আমার এই ফ্যাক্টরীর সামনে আরো ৬/৭টি দোকান রয়েছে। যতটুকু শুনেছি পলিথিন কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুনে আমার ১৫/২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।