ফতুল্লায় চোলাই মদ তৈরি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ মোঃ মাসুম মিয়া (৩০) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে নারায়নগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে পাগলা দেলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩০ লিটার চোলাই মদ ও চোলাই মদের কারখানা থেকে মাসুম সহ মদ তৈরির ড্রাম, পাতিল, গ্যাসের চুলা চোয়ানী এবং বিভিন্ন সরাঞ্জম উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত মাসুম মিয়া ফতুল্লা মডেল থানার পাগলা দেলপাড়ার পাগলা বাড়ীর হাজী সালেহ আহম্মেদের পুত্র। তবে অভিযানের টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় একই এলাকার ইব্রাহিম মিয়ার পুত্র আব্দুর রশিদ।
এ ঘটনা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বুধবার (২৭ জুলাই) বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের সহ গ্রেপ্তারকৃত কে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে।
মামলায় উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়নগঞ্জ, “ক” সার্কেলের সহঃ উপ-পরিদর্শক মোঃ মাহফুজুর রহমান, সহঃ উপ-পরিদর্শক সুফিয়া বেগমের নেতৃত্বাধীন একটি দল পাগলা দেলপাড়াস্থ হাজী সালেহ আহম্মদের বাড়িতে অভিযান চালিয়ে ২ টি প্লাস্টিকের জারে চোলাইমদ ১০ (দশ) লিটার, ৫টি প্লাস্টিকের ড্রামে ১২৫ লিটার, গ্যাসের চুলা ১ টি, সিলভারের বড় পাতিল ১টি, চোয়ানী যন্ত্র ১টি, একটি প্লাস্টিকের ঝারে ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এ সময় গ্রেপ্তার করা হয় মো. মাসুম মিয়াকে। উদ্ধারকৃত চোলাই মদ সম্পর্কে মো. মাসুম মিয়া জানায় যে এই চোলাইমদ তারা সানারপাড় ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় ৪০০ টাকা লিটার মূল্যে সরবরাহ করে থাকে।