সকাল নারায়ানগঞ্জঃ চাঞ্চল্যকর সাত খুন মামলার ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত আসামি নূর হোসেনকে কড়া নিরাপত্তার সাথে আদালতে হাজির করা হয়েছে। নূর হোসেনসহ অপর তিন সহযোগীর বিরুদ্ধে দায়ের করা ৭ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য তাকে আদালতে আনা হয়।
সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে রবিবার (৫ জানুয়ারি) নূর হোসেনকে হাজির করা হয়। এসময় মামলার অন্য আসামিরা অনুপস্থিত থাকলে শুধুমাত্র নূর হোসেনের উপস্থিতিতে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
দায়েরকৃত ৭ মামলার অন্য আসামি হলেন, সিদ্ধিরগঞ্জের সেলিম, আলী মোহাম্মদ ও জামাল।এর আগে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ জেলা আদালতে আনা হয়। এতে আদালতপাড়ায় বাড়তি নজরদারি জোরদার করা হয়।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ্যাডভোকেট জাসমিন নূর হোসেনকে আদালতে হাজিরের বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ৭টি মামলায় নূর হোসেনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৯ ফেব্রুয়ারি ধার্য করেছেন।