নিজ বাড়ী থেকে অপহৃত হওয়া কিশোরী (১৪) কে অপহরনের ৪ দিনের মাথায় উদ্ধার করেছে পুলিশ। ১৯ জুলাই রাতে নিজ বাড়ী থেকে নিখোঁজ হয় কিশোরী।
পরে পুলিশ শনিবার(২৩ জুলাই) সন্ধ্যায় নিখোঁজ কিশোরী কে তল্লা এলাকা থেকে উদ্ধার করতে সক্ষম হলেও অপহরনের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এর আগে নিখোঁজ কিশোরীর মা বাদী হয়ে শুক্রবার (২২ জুলাই) অপহরনের অভিযোগ এনে পাচঁজনের নাম উল্লেখ্য করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।
মামলার আসামীরা হলো ফতুল্লা মডেল থানার তল্লা চেয়ারম্যান বাড়ী সংলগ্ন মোঃ সুমন (৪০), সুমন ওরফে বাঘা সুমন (৪৫), সানি (২৫),রবিউল (৩৫) ও মাহফুজা আক্তার (২০)।
মামলায় উল্লেখ্য করা হয়, মামলার আসামী মোঃ সুমন ও বাদীর পরিবার তল্লা এলাকায় একই বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলো। অভিযিক্ত মো সুমন প্রায় সময় বাদীর মেয়েকে উত্যক্ত করিতো। এ নিয়ে একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা তা আমলে না নিলে বাদী বাসা পরিবর্তন করে অনত্র ভাড়া বাসায় চলিয়া যায়।
একাধিকবার নিষেধ করা হলেও অভিযুক্তরা প্রতিনিয়ত বাদীর মেয়েকে বিরক্ত করে আসছিলো। ১৯ জুলাই রাত দশটার দিকে বাদী তার ছোট মেয়েকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখান থেকে রাত সাড়ে ১১ টার দিকে বাসায় ফিরে এসে দেখে যে বড় মেয়ে বাসায় নেই।
পরে বিভিন্নজনের সাথে কথা বলে জানতে পারে যে তিনি বাসায় না থাকা কালীন সময়ে রাত ১১ টার দিকে অভিযুক্তরা বাসায় এসে তার মেয়েকে মিথ্যে প্রলোভন দেখিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রউফ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে তল্লা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরী কে উদ্ধার করা হয়।তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।