সকাল নারায়ানগঞ্জঃ বন্দরে ৯৭ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর অভিযানিক দল। হয়।আসামি মো. শফিক উপজেলার রুপালী গেইট এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় সোনাকান্দা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় বন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোনাকান্দা ডকইয়ার্ডের বিপরীত পার্শ্বে সাজ্জাদের চায়ের দোকানের সামনে র্যাব অভিযান চালকালে মাদককারবারী মো. শফিক (৩২) কে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশীকালে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করে হয়। পরে আসামিকে শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।