সকাল নারায়ানগঞ্জঃ প্রশংসা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, র্যাব ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ৭ কর্মকর্তা পাচ্ছেন বাংলাদেশ পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার আইজিপি ব্যাজ। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহের শেষ দিন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদের এই পুরস্কার তুলে দেবেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) পুলিশ সদর দফতর থেকে এই তালিকা চূড়ান্ত করা হয়।
এ বছর ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ বা আইজিপি ব্যাজ পেতে যাচ্ছেন র্যাবের মেজর তালুকদার নাজমুছ সাকিব ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম, নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন ও অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন, রূপগঞ্জ থানার এসআই মো. নাজিম উদ্দিন, জেলা পুলিশের এএসআই ওবায়দুর রহমান ও এএসআই মো. জসিম উদ্দিন।
উল্লেখ্য বাংলাদেশ পুলিশের ৫৯৫ জন সদস্য এ বছর ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন। ৬টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার দেয়া হবে।