সকাল নারায়ানগঞ্জঃ নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে শফিক (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সাড়ে ১১ টার দিকে বন্দরের ডকইয়ার্ড এলাকা থেতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটক মো.শফিক বন্দরের রূপালী এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৭ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।