২২ জুলাই ২০২২
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেডের ইঞ্জিনিয়ার, সিভিল সহকারী সহ চারজন কর্মীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
২১ জুলাই বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আকিজ সিমেন্ট ফ্যাক্টরী লিমিটেডের সিকিউরিটি সুপারভাইজার মিজানুর রহমান বাদী হয়ে দুইজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন।
আসামিরা হলেন বাবু (৪০) ও সাগর (৩০)। তারা বন্দর বাবু বাড়ীর কবিলার মোড়ের বাসিন্দা। লিখিত অভিযোগে মিজানুর রহমান উল্লেখ করেন, ‘গত ২০ জুলাই সবগল
১১টায় কদমরসূল আকিজ সিমেন্ট কোম্পানী লিমিটেডের নিজস্ব জমিতে ইলেক্ট্রিক ক্রেইন মেশিন স্থাপনের জন্য পাইলিং করে খুটি ঢালাইয়ের গেলে আমাদের কোম্পানীর নিজস্ব জমিতে অনাধিকার কাজ করতে আসামিরা প্রবেশ করে আমাকে তাদেরকেও অকথ্য ভাষায় গালাগালি করে এবং কাজ বন্ধ করতে বলে।
আসামিদের কথায় কাজ বন্ধ না করায় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথারিভাবে কিলঘুষি ও লাথি মারে। আমাকে উদ্ধার করতে কোম্পানীর সিভিল ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন(৩৬) এবং সিভিল সহকারী মনির হোসেন (৪৫) এগিয়ে আসলে আসামিরাএলোপাথারিভাবে কিলঘুষি ও লাথিমারে।
এক পর্যায়ে বেলাল হোসেনকে হত্যার উদ্দেশ্যে বাবুর হাতে থাকা লোহার রড দিয়ে ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে এবং বেলাল হোসেনের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও সহকারী মনির হোসনকে হত্যার উদ্দেশ্যে সাগরের হাতে থাকা লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে এবং তার পকেটে থাকা নগদ ২৫০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এসময় আমরা ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে চলে যায়। উপস্থিত লোকজনের সহায়তায় আমরা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই।