বন্দরে ছিনতাইকৃত অটোরিক্সাসহ আকাশ (২৫) নামে ছিনতাইকারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাছির (৩০) নামে আরো এক ছিনতাইকারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় বন্দর উপজেলার ফুলহরস্থ পেশাদার চাঁদাবাজ আমিরের গ্যারেজে অভিযান চালিয়ে ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারসহ ওই ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিনতাইকারি আকাশ সোনারগাঁ থানার দড়িকান্দি এলাকার ইউসুফ মিয়ার ছেলে। পলাতক ছিনতাইকারি নাছির বন্দর উপজেলার খোঁচেরছড়া এলাকার নুরু উদ্দিন মিয়ার মিয়ার ছেলে।
এ ঘটনায় আহত অটোরিক্সা চালক রবিউল হোসেন বাদী হয়ে গ্রেপ্তারকৃত ছিনতাইকারি আকাশ ও পলাতক ছিনতাইকারি নাছিরকে আসামী করে বন্দর থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে। যার মামলা নং- ৩৫(৭)২২। পুলিশ গ্রেপ্তারকৃত ছিনতাইকারি আকাশকে বুধবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে।
তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার কুড়িপাড়া এলাকার জনৈক লতিফ মিয়ার বাড়ি ভাড়াটিয়া রসুল আলী মিয়ার ছেলে রবিউল ইসলাম জিবীকার তাগিদে র্দীঘ দিন ধরে অটো রিক্সা চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল পৌনে ৫টায় অটোরিক্সা চালক রবিউল ইসলাম মদনপুর মোড় হইতে কুড়িপাড়া যাওয়ার পথে ফুলহর এলাকার পরিবহন চাঁদাবাজ আমির বাড়ি সামনে পৌছামাত্র পলাতক ছিনতাইকারি নাছির অটোরিক্সা গতিরোধ করে অটোরিক্সা চালকের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে।
অটোরিক্সা চালক চাঁদা দিতে অপরগতা প্রকাশ করলে ওই সময় অপর ছিনতাইকারি আকাশ ক্ষিপ্ত হয়ে অটো চালক রবিউলকে বেদম ভাবে মারধর করে অটোরিক্সাটি ছিনতাই করে স্থানীয় পরিবহন চাঁদাবাজ আমিরের গ্যারেজের ভিতরে রাখে।
পরে অটোচালক বিষয়টি ধামগড় ফাঁড়ী পুলিশকে অবগত করলে ধামগড় ফাঁড়ী এএসআই জামিল হোসেনসহ সঙ্গীয় র্ফোস দ্রুত ঘটনাস্থলে এসে ফুলহর এলাকার চিহিৃত চাঁদাবাজ আমিরের গ্যারেজে তল্লাশী চালিয়ে ছিনতাইকৃত অটোরিক্সাটি উদ্ধারসহ আকাশ নামে এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় পালিয়ে যায় নাছির নামে অপর ছিনতাইকারি।