বন্দরে একটি মাদকের আস্তানায় অভিযান চালিয়ে ১শ’ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ দেড়হাজার টাকাসহ সেলিম (২৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাখি (৪৫) নামে এক র্শীষ মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
গত মঙ্গলবার (১৯ জুলাই) রাত সাড়ে ৯টায় বন্দর থানার ছালেহনগরস্থ জনৈক তাহের আলী বসত ঘরে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটুয়ারী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিম ও পলাতক মাদক ব্যবসায়ী পাখিকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেন। যার মামলা নং- ৩৬(৭)২২।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিম বন্দর থানার ২১ নং ওয়ার্ডের ছালেহনগর এলাকার জনৈক নজরুল মিয়ার বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত সেরু মিয়ার ছেলে। পলাতক আসামী পাখি একই এলাকার মৃত আব্দুল করিম সরদারের ছেলে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিমকে মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সেলিম ও পলাতক আসামী পাখি র্দীঘ দিন ধরে ছালেহনগর, রাজবাড়ী, শাহীমসজিদসহ বিভিন্ন এলাকায় র্দীঘ দিন ধরে অবাধে ইয়াবা ব্যবসা করে আসছে। পাখিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যহত আছে।