সকাল নারায়ানগঞ্জঃ পাগলা বাজার বহুমূখী সমবায় সমিতির নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক মাহবুব আলম সিকদার সাহেব আজ ৪০ বছর পেরিয়ে ৪১ বছরে পা রাখলেন।
১৯৮০ সালের ৪ জানুয়ারি এই দিনে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়ন থাকদান গ্রামে জন্ম গ্রহণ করেন তার পিতার নাম আলহাজ্ব ক্বারী মৌলভী নূরুল ইসলাম তার মাতার নাম নুরুন্নেছা বেগম।
তার এই জন্ম দিনে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি বলেন আল্লাহ তায়ালার অশেষ রহমতে জীবনের এতো গুলো বছর পার করলাম। তাই জতদিন বাচবো ইমান আমল ঠিক রেখে এবং গরীব দুখী ও সমাজের অবহেলিত অসহায় মানুষের পাশে দারানোর চেষ্টা করবো ইনসাআল্লাহ।