সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ কেল্লায় ঘুরতে গিয়ে ছিনতাকারীদের কবলে পড়েছে তিন বন্ধু। এসময় ছিনতাকারীরা তাদের মারধর করে নগদ টাকা পয়সা ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ জুলাই) সন্ধ্যার আগমুহুর্তে।
ভুক্তভোগি আসলাম শেখ জানান, শহরের নয়ামাটি ইরোটেক্স নীটওয়্যার থেকে আমরা তিন বন্ধু হাজীগঞ্জ কেল্লায় ঘুরতে গিয়েছিলাম। সন্ধ্যার একটু আগে দূর্গের ভেতর প্রবেশ করার সাথে সাথে ৩-৪ ছিনতাকারী আমাদের মারধর শুরু করে। এক পর্যায়ে তারা আমার কাছ থেকে ১৪০০ টাকা ও আমার এক বন্ধুর কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের বয়স ২৮,৩৫ ও ৪০ বছর।
আসলাম শেখ আরও জানান, আমরা কল্পনাও করতে পারি নাই কেল্লার ভেতরে প্রবেশ করার সাথে সাথে এমন পরিস্থিতির শিকার হবো।
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশাসনের কাছে অভিযোগ করে প্রতিকার পাবো না। তাই সাংবাদিকদের কাছে ঘটনাটি জানালাম। আপনারা ঘটনাটি প্রচার করেন। যাতে কেল্লায় ঘুরতে এসে আমাদের মতো আর কেউ ছিণতাকারীর কবলে না পড়ে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় সময় কেল্লা দেখতে আসা দর্শনার্থীরা ছিনতাইকারী ও বখাটেদের রোষা নলে পড়ে। এবং সন্ধ্যার পর মাদক সেবী ও অপরাধীদের অভয়ারণ্যে পরিনত হয় দূর্গের ভেতরের অংশ। প্রশাসনের নজরদারী বা তৎপরতা না থাকায় অপরাধীরা দূর্গটিকে তাদের অপকর্মের নিরাপদ ঘাটি বানিয়ে রেখেছে।