সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়িরা পিটিয়ে রক্তাক্ত জখম করেছে উপজেলার এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হেলেনা আক্তার (২৫) কে।
ঘটনাটি ঘটেছে রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার লেংগুরদী গ্রামে। মূমুর্ষূ অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ওই শিক্ষিকার নিকট আত্মীয় এলাকার মাদক ব্যবসায়ি রুহুল আমিন ওরফে পিচ্ছি রুহুল, আল আমিন ওরফে বুলেট, এবং এবাদ গংদের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ বিদ্যমান। প্রতিপক্ষরা শিক্ষিকার ক্রয়কৃত একটি সম্পত্তি জবরদখলের সময় তিনি তাতে বাধা দেন।
এ সংক্রান্তে শিক্ষিকার মা নুরুন্নাহার বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে ঘটনা তদন্ত করার জন্য পুলিশ যায়। তখন পুলিশের সামনেই প্রতিপক্ষরা তাকে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, পুলিশের সামনে মারপিট করার বিষয়টি সঠিক নয়। তবে তিনি ঘটনার বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।