সকাল নারায়ণগঞ্জ
নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের বড় সাদীপুর এলাকায় মাদকাসক্ত বড় ভাই মুসার ছুরির আঘাতে ছোট ভাইয়ের ৪০ শিলি, চাচা সহ ৩ জন ছুরিকাহত।
গতকাল ১৩ জুলাই বিকালে আপন চাচা বাদশা মিয়ার সাথে কথাকাটির এক পর্যায়ে মাদকাসক্ত মুসা, বয়স ২৮ পিতা,আবুল কালাম, চাচা বাদশা মিয়াকে ধারালো ছুরি দিয়ে পায়ে আঘাত করলে চাচাতো ভায় এগিয়ে এসে বাদা দিলে তাকে ও মাদকাসক্ত মুসা ছুরি দিয়ে আঘাত করে,এক পর্যায়ে এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাথমিক ভাবে সমোঝোতার আলোচনায় বসার কথা থাকলে ও পরের দিনই ১৩ জুলাই রোজ বিকালে মাদকাসক্ত বখাটে মুসা তার বউকে মাদকের টাকার যোগান দিতে মারধর করে এবং কি ছোট ১ বছর বয়সি শিশু বাচ্চাটি কে মারধর করতে থাকে বউ কে বাড়ি থেকে বের করে দিয়ে শিশু সন্তান কে রেখে দেয় গৃহবধূ।
সোনারগাঁও থানার এ এস আই সজীবের সহযোগীতায় শিশু সন্তান কে উদ্ধার করে।
এক পর্যায়ে ছোট ভাই বাধা দিলে আপন ছোট ভাই কে সেই ছুরি দিয়ে দ্বিতীয় দফায় আঘাত করে ৪০ টি শিলি ফেলে,সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় না নিয়ে ঘটনা ধামাচাপা দিতে বাড়িতে নিয়ে আসে, গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় ছোট ভাইটি এ ঘটনার পর পরই মাদকাসক্ত মুসা পলাতক রয়েছে
স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় মুসা দীর্ঘ দিন ধরে নেশা করতে করতে মাদকাসক্ত হয়ে এলাকার যুবসমাজকেও শিখিয়ে নিচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক এলাকাবাসী জানান আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রত্যোক এলাকায় এরকম মাদকাসক্ত শত শত মুসা তৈরি হচ্ছে বলেও জানান এলাকাবাসী, এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত কমিটির লোকেরা আবুল কালামকে থানায় গিয়ে আইনের আশ্রয় নিয়ে এরকম বখাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশ হেফাযতের কথা বললে সে টালবাহানা শুরু করে, থানায় যেতে অসীকৃতি জানায়।
এ ব্যাপারে এলাকার সাধারন মানুষ আতংকিত হয়ে চাপা ক্ষোভ প্রকাশ করছে, সোনারগাঁও থানায় এখনো কোন অভিযোগ করা হয়নি।
সোনারগাঁও থানার এস আই সজীব বলেন, এখনো কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।