সকাল নারায়ণগঞ্জ
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৫২১ জন।
সোমবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে, গতকাল (রোববার) দুইজনের মৃত্যু এবং ৮১৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৯৫২টি নমুনা। এরমধ্যে ৫২১ জনের করোনা শনাক্ত হয়। মৃত্যু হয় তিনজনের। সুস্থ হয়েছেন ১ হাজার ১০৫ জন।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনই ঢাকার। তাদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী।
দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৯০ হাজার ৩৭৫ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ২০৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ১৪ হাজার ৩১৮ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।