সকাল নারায়ণগঞ্জ
বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতন করার অভিযোগে সন্তানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত এ গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
আসামীর বর্তমানে ফতুল্লা থানা এলাকায় বসবাস করায় ফতুল্লা থানা পুলিশকে আগামী ১৮ জুলাইয়ের মধ্যে আসামীকে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত।
নারায়ণগঞ্জ সদর উপজলার গোদনাইল দক্ষিণ এনায়েতনগর এলাকার সামসুল ইসলাম ভুইয়ার স্ত্রী বৃদ্ধা নুর জাহান বেগম বাদী হয়ে তার পুত্র নুর রহমান ভুইয়া মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালত বৃদ্ধা নুর জাহানের উপর তার কুলাঙ্গার ছেলের নির্যাতনের বর্ণনা শুনে সাথে সাথে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
মামলা এজহারে নুরজাহান উল্লেখ করেন, তার ছেলে মামুন একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই তার মা ও পরিবারের লোকজনকে নির্যাতন করে। এছাড়া বিভিন্ন মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়। ভুক্তভোগী মানুষ মামুনের প্রতারণা বিচার তার পরিবারের কাছে দিলে একাধিক সালিশ করলে টাকা পয়সাও পরিশোধ করে মামুনকে ছাড়িয়ে নিয়ে আসে।
কিন্ত এভাবে মাদক গ্রহণ ও প্রতারণার কারণে এক সময় পরিবার থেকে আলাদা হয়ে পাশ্ববর্তী ফতুল্লার কুতুবপুর ওয়াবদারপুল এলাকায় বসবাস শুরু করে মামুন।