সকাল নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুইগড় মানিকচাঁন হাটে গরু নামানোর সময় ব্যাপারীদের মারধর করা হয়। এ সময় ব্যাপারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চায়। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা পুলিশ পৌঁছালে সেখানে ওই হাটের ইজাদারের লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে ফতুল্লা পুলিশের এসআই মিজানুর রহমানসহ ছয় পুলিশ আহত হন।
বুধবার (৬ জুলাই) ভোরে ফতুল্লার ভূঁইগড় এলাকায় মানিক চানের হাটের সামনে লিংক রোডে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাৎক্ষনিক ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- সুজন সরদার, অপু কাজী ও সোহেল। এঘটনায় আহত পুলিশ অফিসার এসআই মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় উল্লেখ করা হয়, বুধবার ভোর ৪টায় লিংক রোড দিয়ে নারায়ণগঞ্জে ট্রাক যোগে গরু আসার পথে মানিক চাঁনের লোকজন তাদের আটকিয়ে জোর করে গরু হাটের নামানোর চেষ্টা করছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে এ বিষয়ে সংবাদ পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে যায় এবং ট্রাক থেকে গরু নামাতে বাধা দেয়। এতে মানিক চাঁনের লোকজন ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ইটের আঘাতে এসআই মিজানুর রহমান আহত হয়। তখন খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই মিজানুর রহমানকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে লাঠি ও ইটের টুকরোসহ ৩ জনকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) কাজী মাসুদ জানায়, মামলা হয়েছে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরকেও গ্রেফতারের চেস্টা করছে পুলিশ।