সকাল নারায়ানগঞ্জঃ নতুন বছরের প্রথম দিনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই তুলে দিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। সারাদেশের ন্যায় বুধবার সকালে পাইকপাড়ায় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বই উৎসবের আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন কাউন্সিলর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেছেন, ‘নতুন বছরের প্রথম দিনে একযোগে সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই বিতরণ করে সরকার সারাবিশশ্ব এক অন্যন নজির স্থাপন করেছে। বিগত ১১ বছর ধরে সরকার বিনামূল্যে এই বই বিতরণ করে আসছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে।’
তিনি আরো বলেন, ‘১৭নং ওয়ার্ডের সমস্যাসমূহকে চিহ্নিত করে তা আগে সমাধানের চেষ্টা করছি। মাদক, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও দুর্নীতিবাজদের সাথে কোন আপোষ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশবাসীর কথা ভাবেন, আর ভাবেন বলেই দেশের মানুষের কল্যাণে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যান্য দেশের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
কলেজের মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের প্রশিক্ষণ সমন্বয়ক মোঃ ইমর মিয়া।
এছাড়া নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইকপাড়া বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাইকপাড়া চাঁন মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিশু নিকেতন কিন্ডার গার্টেন স্কুলে সরকারি বই বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল করিম বাবু।