সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরে ফুটপাত দিয়ে সাধারণ মানুষ নিবিঘ্নে চলাচলের জন্য উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (২১ জুন) বিকালে শহরের বঙ্গবন্ধু সড়কের পপুলার সামনে থেকে সড়ক থেকে শুরু করে বিভিন্ন স্থানে এ উচ্ছেদ অভিযান চালায়।
এসময় ফুটপাতের উপর মোটসাইকেল পার্কিং করে মানুষের যাতায়েতের সমস্যার সৃষ্টির কারণে মোটর সাইকেল নিচে ফেলে রাখা হয়। এবং সেই সাথে মোটারসাইকেল রেখে ফুটপাত দখল করে কোনো ধরণে মানুষের ভোগান্তি সৃষ্টি না করতে নির্দেশ দিয়েছেন।
এসময় গতকাল হকারদের ফুটপাতে না বসার হুশিয়ারি দেয়ার পরও আজ যারা বসিয়ে তাদের মালামাল জব্দ করে পুলিশ।
উচ্ছেদ অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জ সদও মডেল থানার ওসি আনিচুর বলেন, এখানে (পপুলার হাসপাতালের) মানুষের চলাচলের সমস্যা হয় আর তার কারণ হচ্ছে ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট বসানো ও মোটরসাইকেল পাকিং করা।
সাধারণ মানুষ যাতে সাভাবিক ভাবে চলাচল করতে পারে তার জন্য উচ্ছেদ করছি। গতকাল তাদের ওয়ানিং (হুশিয়ারি) দিয়ে গেছি আজকে তারা আবার দোকান বসিয়েছে তাই আজকে নিজে থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করলাম।