সকাল নারায়ণগঞ্জঃ
সিলেটে বন্যাদুর্গতের জন্য সহযোগীতা কথা বলে একটি প্রতারক চক্র নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের নাম ব্যবহার করে ফোনে টাকা দাবী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তবে এসব বিষয়ে প্রতারক চক্রের হাত থেকে সচেতন থাকার জন্য সবাইকে সাবধানতা অবলম্বন করতে আহ্বান জানান যুবলীগ নেতা খান মাসুদ।
মঙ্গলবার ২১ জুন রাতে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবলীগ নেতা খান মাসুদ জানান, সিলেটে বন্যাদুর্গতের সহযোগিতার কথা বলে একটি প্রতারক চক্র মোবাইল ফোনে আমার নাম বলে, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি এডঃ আবুল কালাম ভাইসহ বেশ কয়েকজনের কাছে টাকা চেয়েছেন। আমি খান মাসুদ অথবা আমার কোন লোক সিলেটে বন্যা কবলিতদের জন্য কারো কাছ থেকে কোন ধরনের সাহায্য তোলছেনা। একটি প্রতারক চক্র আমার নাম ভাঙিয়ে মানুষের কাছে প্রতারণা করার চেষ্টা করছে।এসব বিষয়ে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে কারো সাথে যদি এধরণের কোন ঘটনা ঘটে তাহলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে খবর দিন।
তিনি আরও জানান, আমি খান মাসুদ নিজস্ব অর্থায়নে অসহায় মানুষদের সহযোগীতা করে থাকি। কারো কাছ থেকে টাকা নিয়ে সহযোগীতা করি না, আমার স্বাধ্যমতে আমি অসহায় ব্যাক্তিদের পাশে থাকার চেষ্ঠা করি।