সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুর এলাকায় কর্মস্থল থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. এনামুল হক (৪২) নামে বায়িং হাউজের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
১৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১ টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মঞ্জুর হাসান জানান, আমরা দুই জনই কাঁচপুর এলাকার একটি বায়িং হাউজে কর্মরত ছিলাম। বায়িং হাউজ থেকে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়।রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত এনামুলের শ্বশুর মিয়াজ উদ্দিন জানান, আমার মেয়ে জামাই কাঁচপুরের একটি বায়িং হাউজে চাকরি করত। আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে তার মরদেহ শনাক্ত করি।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার চৈতনকান্দা গ্রামে। সে মো. জিয়া উদ্দিনের ছেলে। বর্তমানে কাঁচপুর এলাকায় একটি মেসে থাকত। এনামুল এক ছেলে ও এক মেয়ের জনক ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।