সকাল নারায়ণগঞ্জঃ
সোনারগাঁয়ে চাঁদা দিতে অস্বীকার করায় পিতা ও পুত্রের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। হত্যায় উদ্দেশ্যে তাদের দুই জনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্বকভাবে জখম করে। উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জুন মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়। আহতরা হলেন : পিতা লুৎফর রহমান ও ছেলে মো: ইব্রাহিম মিয়া। তারা দুই জন ঢাকায় লেদার ব্যবসা করেন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁ থানায় দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়াপাড়া গ্রামের লেদার ব্যবসায়ী লুৎফর রহমানের সাথে একই এলাকার মৃত কাদির সরকারের ছেলে আমজাদ সরকারের পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। আমজাদ সরকার ও তার ছেলেরা বিভিন্ন সময় লুৎফর রহমানের কাছে চাঁদা দাবি করে আসে। চাঁদা দিতে অস্বাকীর করায় আমজাদ ও তার ছেলেরা লুৎফর রহমান ও তার পরিবারকে নানা ভয়ভীতি ও আর্থিকভাবে ক্ষতিসাধন করার হুমকি দেয়।
গত শনিবার দুপুরে কাঠালিয়াপাড়া এলাকার সকিনা বাড়ির সামনে লুৎফর রহমান তার জমিতে মাপ ঝোপের কাজ করে। এসময় আমজাদের নেতৃত্বে তার ছেলে রাকিব ও রায়হানসহ অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জন লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে জমি মাপের কাজে বাধা দেয়। পর তারা লুৎফর রহমানের কাছে পুনরায় ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় তারা লুৎফর রহমান ও আমার ছেলে ইব্রাহিমকে গালমন্দ করে। একপর্যায়ে তারা পিতা ছেলেও ওপর চড়াও হয়ে হামলা চালায়। হামলাকারী পিতা ও পুত্রকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে মারাত্বকভাবে জখম করে। এসময় পিতা পুত্রের চিৎকারে এলাকার লোকজন চলে আসলে হামলাকারীরা আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। পরে লোকজন আহত অবস্থায় পিতা ও পুত্রকে উদ্ধার সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ১৪ জুন মঙ্গলবার সকালে আহত লেদার ব্যবসায়ী লুৎফর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত আমজাদ সরকার বলেন, চাঁদা দাবি বিষয়টি মিথ্যা। তাদের সঙ্গে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। এ নিয়ে আমাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, পিতা পুত্রের ওপর হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয় হবে।