সকাল নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বরফ কল ঘাটে পেশাদার অপরাধীদের চেয়ে এখন বেশি আতঙ্কের কারণ ‘কিশোর গ্যাং’। নারায়ণগঞ্জ শহর ও শহরতলির প্রতিটি এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন গ্যাং। বস্তি থেকে শুরু করে ধনীর সন্তানেরাও জড়িয়ে যাচ্ছে এসব গ্যাংয়ে। স্কুলপড়ুয়া ছেলেরাও ক্ষমতার মোহে যুক্ত হয়ে বিপথগামী হচ্ছে। বিভিন্ন অপরাধ করে তারা আলোচনা আসছে প্রতিদিন।
খোঁজ নিয়ে জানা যায়,নারায়ণগঞ্জের বরফকল ঘাটে চৌরঙ্গী পার্কের সামনে মাদক কারবারি এবং উঠতি নেতাদের আধিপত্য ধরে রাখতেই কিশোরদের ব্যবহার করা হয়। এই বয়সে অপ্রতিরোধ্য মানসিকতা, হিরোইজম এবং ক্ষমতার মোহ থাকায় সহজেই ব্যবহার করা যায় তাদের। এলাকার কথিত বড় ভাইদের প্রশ্রয়ে যুক্ত হয়ে অপরাধমূলক কাজে জড়িয়ে যায়।
প্রায় প্রতিদিনই থানা-পুলিশের কাছে কিশোর গ্যাংয়ের মারামারি, চাঁদাবাজি, ভাঙচুর, মাদক কারবার, ইভ টিজিং ও ছিনতাইয়ের নানান অভিযোগ আসে।
স্থানীয়রা বলছেন, দল বেঁধে কিশোরেরা এসব অপরাধে জড়ানোয় ভয়ে মুখ খুলতে সাহস পান না বাসিন্দারা। প্রতিনিয়ত পার্কে ঘুরতে আসা লোকজন এবং গার্মেন্টস কর্মীরা ঘাট পার হওয়ার সময় বিভিন্ন ভাবে এই কিশোর গ্যাং দের দ্বারা ইভটিজিংয়ের স্বীকার হচ্ছেন।
পুলিশের তথ্যমতে, নারায়ণগঞ্জে যেসব স্থানে মানুষের বসবাস বেশি, সেখানেই কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এর মধ্যে নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর অন্যতম। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়া, প্রতিপক্ষের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটে প্রতিনিয়ত।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, জুন মাসের শুরু থেকে এখন পর্যন্ত কিশোর গ্যাংয়ের হাতে প্রায় অর্ধশতাধিক লোকজন ইভটিজিং এর স্বীকার হচ্ছেন।