1. [email protected] : সকাল নারায়ণগঞ্জ : সকাল নারায়ণগঞ্জ
  2. [email protected] : skriaz30 :
  3. : wpcron20dc4723 :
মাসদাইরে স্কুলের পাশেই মাদক স্পট! কি শিখবে ছাত্র-ছাত্রীরা? - সকাল নারায়ণগঞ্জ
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
তথ্য প্রযুক্তির যুগে সাক্ষরতা অর্জনে ডিজিটালাইজেশন অত্যাবশ্যক। – আনন্দধাম  মানবতার মুক্তির দূত রাসূল (সা.) এর আদর্শ অনুকরণ, অনুসরণ একমাত্র মুক্তির পথ- আল্লামা সৈয়দ বাহাদুর শাহ  ঘরের মা, মসজিদের ইমামেরও নিরাপত্তা নেই : মোমিন মেহেদী মরহুম খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান সোনারগাঁয়ে সাড়ে সাত’শ বছরের প্রাচীন গ্রন্থাগার সংরক্ষণের দাবিতে মানববন্ধন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম স্মরণে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সরকারের সিদ্ধান্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশে ই-সিগারেট উৎপাদনের পায়তারা সোনারগাঁয়ে ওয়াক-ওয়ে নির্মাণের দাবিতে আলোচনা সভা মাদরাসার উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান  দিলেন মাসুদুজ্জামান জলবায়ু পরিবর্তন: জলবায়ু পরিবর্তনে শিক্ষার্থীদের ভূমিকা

মাসদাইরে স্কুলের পাশেই মাদক স্পট! কি শিখবে ছাত্র-ছাত্রীরা?

সকাল নারায়ণগঞ্জঃ
  • আপডেট রবিবার, ১২ জুন, ২০২২
  • ২২০ Time View

সকাল নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের ১৩ নং ওয়ার্ডের মাসদাইর এলাকা এখন পুরোটাই মাদক ব্যবসায়ীদের হাতে।


মাসদাইর এলাকার বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের ঠিক অপর পাশের গলিতে লক্ষ্য করলেই দেখা যায় মাদক ব্যবসায়ীদের প্রাকাশ্য মাদক বিক্রি করতে।  


এই গলির একটি নতুন ৫ তালা বিল্ডিংয়ের নিচে বসে থাকতে ও উপরে বারান্দার কার্নিশে বসে থাকতে দেখা যায়। কোন সাধারন জনতা অই গলিতে প্রবেশ করলেই তাদের “কয়টা কয়টা” বলে।ডাকতে থাকে। 


শহর ও শহরতলীর আলোচিত মাদক স্পট হিসেবে এক সময় সুপরিচিতি ছিলো ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার ও শেরে বাংলা এলাকার কয়েকটি মাদক স্পট। 


এসব স্পটে চলতো ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীনের নেতৃত্বে মাদকের জমজমাট মাদক ব্যবসা। বন্দুক শাহীন ক্রসফায়ারে নিহত হওয়ার পর প্রায় বেশ কয়েক বছর চুপ ছিলো তার নিয়ন্ত্রনাধীন মাদক ব্যবসায়ীরা। স্থানীয় এলাকাবাসীর প্রতিরোধের মুখে অনেক মাদক ব্যবসায়ীরা এলাকা ছাড়াও হয়েছিলো। তাছাড়া মাদক নির্মূলে 


পুলিশ বাহিনীও নিয়মিতভাবে টহল দিতো ওইসব মাদক স্পটগুলোতে। যার ফলে মাদক ব্যবসায়ীদের অনেকটাই নির্মূল করা সম্ভব হয়েছিলো।


তবে বর্তমান সময়ে করোনা সংকটে যখন পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করোনা সংকট মোকাবেলায় এক গুচ্ছ মানবিক কাজে ব্যস্ত ঠিক তখনই সুযোগকে কাজে লাগিয়ে আবারো মাথাচারা দিয়ে উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। অনেকটা প্রকাশ্যেই ইয়াবা, গাজা ও ফেনসিডিলের খুল্লাম খুল্লা ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা। সবচেয়ে বেশি চলছে ইয়াবার রমরমা বানিজ্য। আকারে ছোট আর বহনে সহজ হওয়ায় দিন-রাত চলছে ইয়াবার বেচাকেনা।


সূত্রমতে এসব ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে মাসদাইর পাবনা পট্টি এলাকায় পাবেল, ফরহাদ, কসাই শাওন, কসাই সেলিম, কসাই রাসেল, পোড়া কাকন, স্বপন উল্লেখযোগ্য। এদের প্রত্যেকের নামেই রয়েছে ফতুল্লা ও সদর থানায় একাধিক মাদকের মামলা।


এদিকে এলাকাবাসীরা জানিয়েছেন, বন্দুক শাহীন ক্রসফায়ারে নিহত হবার পর দীর্ঘদিন মাদক ব্যবসা বন্ধ থাকলেও বেশ কিছুদিন যাবত আবারো শুরু হয়েছে মাদক ব্যবসা। এতে করে স্থানীয় অভিবাবকগন তাদের সন্তানদের নিয়ে আবারও দু:শ্চিন্তায় পড়েছে। তারা আরো জানিয়েছেন, এতদিন যারা এলাকা ছাড়া ছিলো তারা আবার এলাকায় আসছে। এখন আবার তারা মাদক ব্যাবসা চালু করেছে।


এলাকাবাসির দাবী বর্তমানে মাসদাইর, এলাকার একটা সুনাম আছে। পুনরায় মাদক ব্যাবসার কারনে তা নষ্ট করতে চান না তারা। আর মাদকের কারণে এলাকার যুব সমাজ যেভাবে নষ্ট হয়েছিলো তার পুনরাবৃত্তি চান না এলাকাবাসি। তাই মাসদাইর বাজারের আশপাশের স্থানীয় বাসিন্দাগণ পুনরায় প্রতিষ্ঠিত হওয়া মাদক স্পটগুলো বন্ধে এবং মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আরও সংবাদ
© ২০২৩ | সকল স্বত্ব সকাল নারায়ণগঞ্জ কর্তৃক সংরক্ষিত
DEVELOPED BY RIAZUL